Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped
District Co-operative Office, Natore Batayne Mbagattam

Recent Activities

জেলা সমবায় কার্যালয় , নাটোর এর সাম্প্রতিক কর্মকান্ডঃ

 

বর্তমান সরকার রুপকল্প 2021 এর যথাযথ বাস্তবায়নে দৃঢ় প্রতিজ্ঞ ও সুশাসন সংহত করণে সচেষ্ট এবং দেশের আর্থসামাজিক উন্নয়নে বদ্ধপরিকর। সরকারের সেই উদেশ্য বাস্তবায়নে জেলা সমবায় কার্যালয়, নাটোর দক্ষ এবং গতিশীল প্রশাসনিক ব্যবস্থা গড়ে তুলেছে। সরকারের রুপকল্প 2021 এবং এসডিজি অর্জন এবং 7ম পঞ্চবার্ষিকী পরিকল্পনার আলোকে জেলা সমবায় কার্যালয় নাটোর, কর্তৃক গৃহীত উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে। উন্নত জাতের গাভী পালনের মাধ্যমে সুবিধাবঞ্চিত মহিলাদের জীবনযাত্রার মান উন্নয়ন শীর্ষক প্রকল্প বাস্তবায়ন করছে।

 অত্র জেলায় নাটোর সদর উপজেলার (১) কামারদিয়াড় নারী উন্নয়ন সমবায় সমিতি লিঃ এর 13টি চেক নাটোর সদর উপজেলা অডিটরিয়ামে মাননীয় সংসদ সদস্য নাটোর - 2, নাটোর সদর উপজেলা চেয়ারম্যান, উপজেলা নির্বাহী অফিসার, নাটোর সদর,নাটোর, জেলা সমবায় অফিসার, নাটোর, উপজেলা সমবায় অফিসার, নাটোর সদর, নাটোর এর উপস্থিতিতে বিতরন করা হয়।

 

নাটোর সদর উপজেলা ২) চাঁদপুর নারী উন্নয়ন সমবায় সমিতি লিঃ এর 13টি চেক জেলা সমবায় কার্যালয়ে অতিরিক্ত জেলা প্রশাসক, নাটোর (সার্বিক) জেলা সমবায় অফিসার, নাটোর উপজেলা সমবায় অফিসার, নাটোর সরদ, নাটোর এর উপস্থিতিতে বিতরন করা হয়।

 

 বাগাতিপাড়া উপজেলার 3) আশার আলো নারী উন্নয়ন সমবায় সমিতি লিঃ এর 13টি চেক ও উষা নারী উন্নয়ন সমবায় সমিতি লিঃ এর 13টি চেক মাননীয় সংসদ সদস্য নাটোর - 1, (লালপুর-বাগাতিপাড়া) যুগ্ম-নিবন্ধক, বিভাগীয় সমবায় দপ্তর, রাজশাহী বিভাগ, রাজশাহী, উপজেলা নির্বাহী অফিসার, বাগতিপাড়া, নাটোর, জেলা সমবায় অফিসার, নাটোর, উপজেলা সমবায় অফিসার, বাগাতিপাড়া, নাটোর এর উপস্থিতিতে বিতরন করা হয়।

 

সর্ব মোট 52টি চেক 52 জন সদস্যদের মধ্যে মোট 5200000/- (বাহান্ন লক্ষ) টাকার উন্নত জাতের গাভী পালনের মাধ্যমে সুবিধাবঞ্চিত মহিলাদের জীবন যাত্রার মানউন্নয়ন প্রকল্পের” আওতায় গঠিত সমিতির সুবিধাভোগী সদস্যদের ঋনের চেক বিতরন করা হয়।

 দুই জন সমবায়ীর চাহিদা অনুযায়ী দুইটি সমবায় সমিতিকে জেলা প্রশাসক, নাটোর মহোদয় কর্তৃক দুইটি টিউবয়েল প্রদান করা হয়।

 নিবন্ধক ও মহাপরিচালক , সমবায় অধিদপ্তর, ঢাকা মহোদয় কর্তৃক প্রদত্ত 02টি সেলাই মেশিন জেলা প্রশাসক, নাটোর ও যুগ্ন-নিবন্ধক, বিভাগীয় সমবায় কার্যালয়, রাজশাহী বিভাগ, রাজশাহী এবং জেলা সমবায় অফিসার, নাটোর এর উপস্থিতে আনুষ্ঠানিকভাবে যথাক্রমে রামাইগাছি সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতি লিঃ এবং নলডাঙ্গা আদিবাসী কল্যাণ সমবায় সমিতি লিঃ কে প্রদান করা হয়।

সমবায়কে উন্নয়নমুখী ও টেকসই করার জন্য সমবায় অধিদপ্তরের কাজের ধারাবাহিকতা রক্ষার পাশাপাশি ভবিষ্যৎ চ্যালেঞ্জ মোকাবেলার ভিত্তি প্রস্তুতের ক্ষেত্রে জেলা সমবায় কার্যালয়, নাটোর বিগত নয় বৎসরে উল্লেখযোগ্য সাফল্য অর্জনে সক্ষম হয়েছে। কর্মকর্তাগণের উদ্ভাবনী প্রয়াসের ফলে সমবায়কে আরও গণমানুষের সংগঠনে পরিণত করতে ও এর গুণগত মান উন্নয়নে সারাদেশে উৎপাদনমুখী ও সেবাধর্মী সমবায় গঠন, সমবায় উদ্যোক্তা সৃষ্টির কৌশল অবলম্বন,  সমবায় পণ্য উৎপাদন ও  বাজারজাতকরণে সহায়ক ভূমিকা পালন করতে সক্ষম হয়েছে। বিগত নয় অর্থবছরে মোট 936 টি নতুন সমবায় সমিতি গঠন করা হয়েছে এবং 23 হাজার 400 জন নতুন সমবায়ীকে সদস্যভুক্ত করা হয়েছে। 2009-2010 সনে 933টি, 2010-2011 সনে 1051টি, এবং2011-2012 সনে 1135টি, 2012-2013 সনে 1210টি, 2013-2014 সনে 1235টি, 2014-2015 সনে 1468টি, এবং 2015-16সনে 1225টি সমবায় সমিতির নিরীক্ষা সম্পন্ন করা হয় এবং 2016-17সনে 1238টি সমবায় সমিতির নিরীক্ষা সম্পাদন চলমান রয়েছে। ভ্র্যাম্যমাণ টিমের মাধ্যমে বিগত 09 বছরে  4050 জন সমবায়ীকে  চাহিদা ভিত্তিক প্রশিক্ষণ প্রদান করা হয়েছে। ‘সমবায় অধিদপ্তরকে শক্তিশালীকরণ প্রকল্প’, এর মাধ্যমে 03 সমবায়ীকে  45000 টাকা  ঋণ প্রদান করা হয়েছে। চাহিদাভিত্তিক প্রশিক্ষণ ও ঋণ প্রদানের মাধ্যমে 10জনের আত্ম-কর্মসংস্থানের ব্যবস্থা করা হয়েছে। এছাড়াও ‘রূপকল্প ২০২১’, ‘এসডিজি’ অর্জন এবং ৭ম পঞ্চবার্ষিকী পরিকল্পনার আলোকে জেলা সমবায় কার্যালয়,নাটোর কর্তৃক গৃহীত উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে। বাস্তবায়িত ও চলমান এ সকল প্রকল্পগুলোর মাধ্যমে বিগত 09বছরে 45 জন গ্রামীণ মহিলা ও বেকার যুবককে  স্বাবলম্বী করা হয়েছে। আশ্রয়ন প্রকল্পটি মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয় কর্তৃক গৃহীত একটি অগ্রাধিকার প্রকল্প। সমাজের আশ্রয়নহীন, ভূমিহীনদের পূর্নবাসন, আত্নকর্মসংস্থান, প্রশিক্ষন ও ক্ষুদ্র ঋণ প্রদানের মাধ্যমে সামাজিকভাবে সচেতন ও দক্ষ জনশক্তি হিসাবে গড়ে তোলা এ আশ্রয়ন

 

প্রকল্পের মূল লক্ষ্য ও উদ্দেশ্য। এ লক্ষ্য ও উদ্দেশ্য অর্জনের জন্য অত্র জেলায় সমবায়ের মাধ্যমে বিগত 09 বছরে মোট 17টি আশ্রয়ন প্রকল্প গঠন করা হয়েছে। 17টি আশ্রয়ন প্রকল্পে 100টি ব্যারাক সংখ্যা রয়েছে এবং 1110 পুনবার্সিত পরিবার সংখ্যা রয়েছে।  cÖavbgš¿xi `߇ii AvkÖqY cÖK‡íi AvIZvq1,65,52,500 UvKv FY weZiY Ges 1,23,34,865UvKv Av`vq Kiv হয়েছে। আগামী 05 বছরে উন্নয়নের এ ধারা চলমান থাকবে। দেশের পানি সম্পদের সুষ্ঠু ও পরিকল্পিত ব্যবহারের উদ্দেশ্যে ভূ-সম্পদ ও জলাশয়ের ব্যবহার এবং সুষ্ঠু ব্যবস্থাপনার মাধ্যমে উৎপাদন বৃদ্ধি, খাদ্য চাহিদা পূরণ, গ্রামীণ মানুষের কর্মসংস্থান ও উর্পাজন বৃদ্ধি তথা আর্থ-সামাজিক উন্নয়নে লক্ষ্যে এডিবি, ইফাদ ও নেদারল্যান্ড সরকারের সহায়তায় এলজিইডি কর্তৃক ক্ষুদ্রাকার পানি সম্পদ উন্নয়ন সেক্টর বাস্তবায়ন চলছে। উক্ত প্রকল্পের সুষ্ঠু বাস্তবায়ন এবং টেকসই ভিত্তি এর জন্য  প্রকল্প এলাকায় উপকারভোগীদের সমন্বয়ে এত জেলায় বিগত 09 বছরে সমবায়ের মাধ্যমে 15টি সমবায় সমিতি(পাবসস)গঠন করা হয়েছে। আগামী 5 বছরে এ ধারা অব্যাহত থাকবে। সমবায় সমিতিতে কর্জ প্রদান সমবায় বিভাগের একটি অন্যতম কর্মকান্ড। সমবায় সমিতির নিজস্ব তহবিল থেকে সমিতির কর্ম এলাকার মধ্যে বসবাসরত সমবায়ীদেরকে কর্জ প্রদানের মাধ্যমে আর্থিকভাবে স্বাবলম্বী করা হচ্ছে। বর্তমানে 140টি সমবায় সমিতির মাধ্যমে সমিতির নিজস্ব তহবিল হতে 50কোটি টাকার উর্দ্ধে কর্জ প্রদান করা হয়েছে। কর্জ আদায়ের অগ্রগতি সন্তোষজনক। উল্লেখ্য ক্ষুদ্র ঋণ কার্যক্রমের মাধ্যমে প্রত্যেক্ষভাবে 500টি পরিবার আর্থিকভাবে উপকৃত হচ্ছে এবং পরোক্ষভাবে কয়েক হাজার সমবায় সমিতির সদস্য আর্থ-সামাজিকভাবে উন্নয়নের অবদান রাখছে।