Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped
District Co-operative Office, Natore Batayne Mbagattam

Activities of CVDP Cooperative Society

নাটোর জেলার সিভিডিপি সমিতি কার্যক্রম সংক্রান্ত তথ্যঃ

জেলার নামঃ নাটোর।                 

অত্র জেলায় সিভিডিপি-৩য় পর্যায় এর কার্যক্রম চলমান আছে। এই প্রকল্পের মূল উদ্দেশ্য সাধারন মানুষকে একত্রিত করে আর্থ সামাজিক উন্নয়ন। অত্র প্রকল্পের মাধ্যমে ১৮০ টি গ্রামে ১৮০ টি সমিতি নিবন্ধন করা হয়েছে। ১৮০জন গ্রাম কর্মী নিয়োগ করে তাদের কর্মসংস্তান সৃষ্টি করা হয়েছে। প্রকল্প ভূক্ত সমিতির সদস্যদের বিভিন্ন ট্রেডে প্রশিক্ষণ প্রদান করা হয়। প্রশিক্ষণগুলি আরডিএ বগুড়া, সাভার ক্যান্টমেন্ট প্রশিক্ষণ কেন্দ্র, রাজশাহী প্রশিক্ষণ কেন্দ্রে প্রশিক্ষণ প্রদান করা হয়। প্রশিক্ষণ শেষে বিষয় ভিত্তিক প্রশিক্ষণ উপকরন প্রদান করা হয়। প্রশিক্ষণ গ্রহন করে সকলেই এলাকায় এসে কাজ করছেন ।